বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরের হাকিমপুরে গত ৫ আগস্ট সহিংসতায় দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় অনিক সরকার (৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) অনিক সরকারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অনিক সরকার হাকিমপুর হিলি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড চন্ডিপুর এলাকার নিশিত সরকারের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দুইজন শিক্ষার্থীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখসহ ৯০ থেকে ১০০ জনকে আসামি করে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর ভাই। ওই মামলার আসামিদের আটক অভিযান অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে হাকিমপুর হিলি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক সরকারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা জানান, হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলার অনিক সরকারকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
আরএ