ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারে অনুদান বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৮, এপ্রিল ২৫, ২০২৫
কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারে অনুদান বিতরণ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ এর গেজেটভুক্ত ১৮ জন শহীদ পরিবারের মধ্যে ৩৬ লাখ টাকার অনুদান বিতরণ করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কিশোরগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে এই অনুদানের টাকা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কিশোরগঞ্জ জেলা পরিষদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. মোস্তারী কাদেরী।  

অনুষ্ঠানে ১৮ জন শহীদ পরিবারের প্রত্যেককে ২ লাখ টাকা করে অনুদান দেওয়া হয়।  

কিশোরগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ আরো অনেকেই।  

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।