ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

ঝিনাইদহে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৩, মে ২, ২০২৫
ঝিনাইদহে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত আহত রিয়াজ, ছবি: সংগৃহীত

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রিয়াজ (২০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১ মে) রাতে উপজেলার কুসুমপুর বিওপির পিপুলবাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত রিয়াজ পিপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

রিয়াজের চাচাতো ভাই সুমন দাবি জানান, সীমান্তের খালের ধারে রিয়াজদের ধানক্ষেত রয়েছে। বৃহস্পতিবার রাতে রিয়াজ তাদের আবাদি জমিতে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশন করতে গেলে ওপার থেকে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন রিয়াজ। এলাকার লোকজন গুলির শব্দ শুনে মাঠে গিয়ে রিয়াজকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে রাতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।  
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ইমন হোসেন জানান, রিয়াজের শরীর থেকে ছররা গুলির কিছু অংশ বের করা হয়েছে। তবে একটি গুলি কিডনির পাশ দিয়ে ঢুকে গেছে। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।  

রিয়াজের স্বজনেরা জানান, শুক্রবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

ঝিনাইদহ মহেশপুর (খালিশপুর ৫৮) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, বিষয়টি তার জানা নেই। তথ্য পেলে পরে জানানো হবে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।