বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে আর্থিক অনুদান, শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ এবং সেলাইমেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) নাইক্ষ্যংছড়ি জোনের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস জোনের আওতাধীন এলাকার ৭৫ জন প্রান্তিক পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠী এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দেন।
এ সময় জোনের ৩৪ জন গরিব, মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি ও ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ব্যাগ এবং অন্যান্য শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল এক নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি সেলাইমেশিন দেওয়া হয়।
অনুষ্ঠানে জোনের সহকারী পরিচালক মো. আল আমিন, অন্যান্য বিজিবি কর্মকর্তা-কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে 'শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন' কর্মসূচির আওতায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসআরএস