ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

সারাদেশ

গাইবান্ধায় প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৩, এপ্রিল ২৯, ২০২৫
গাইবান্ধায় প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার গ্রেপ্তার রুহুল আমিন মুসলিম জয়

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি রুহুল আমিন মুসলিম জয়কে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ফুলছড়ির কালির বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জয় ওই উপজেলার উদাখালি ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় সাবেক ইউপি সদস্য মরহুম শাহআলম মেম্বার ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগমের ছেলে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে জয়ের বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

গত বছরের ২৬ আগস্ট গাইবান্ধা সদর থানায় আওয়ামী লীগের ৩৬৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়। মামলায় জয়সহ ১১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০০–২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়, গত ৪ আগস্ট বিকেলে গাইবান্ধা শহরের সার্কুলার রোডে জেলা বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা চালায়। তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অফিসের তালা, দরজা-জানালা ভেঙে ভেতরের আসবাবপত্র তছনছ করে। পরে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় এবং ভাঙচুর করা আসবাবপত্র বাইরে এনে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এ ঘটনায় জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।