নারায়ণগঞ্জের বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মহানগরের কার্যকরী সদস্য আবেদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) বন্দর উপজেলার সোনাকান্দা নিজ এলাকা থেকে আবেদকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এমআরপি/এসআরএস