ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

যশোরে বার্ড ফ্লু শঙ্কায় একজনের শরীর থেকে নমুনা সংগ্রহে যাচ্ছে আইইডিসিআরের টিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৬, মে ২, ২০২৫
যশোরে বার্ড ফ্লু শঙ্কায় একজনের শরীর থেকে নমুনা সংগ্রহে যাচ্ছে আইইডিসিআরের টিম প্রতীকী ছবি

যশোর: যশোরে এক ব্যক্তির শরীরে বার্ড ফ্লু সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। তার বাড়ি যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে।

 

বিষয়টি পরীক্ষার জন্য ঢাকা থেকে বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) একটি টিম বৃহস্পতিবার (১ মে) যশোরে এসেছে। পাঁচ সদস্যের এ টিম ওই ব্যক্তির শরীর থেকে রক্ত ও নমুনা সংগ্রহ করবে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন, ডেপুটি সিভিল সার্জন ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক রাসেল বলেন, সম্প্রতি যশোর সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামারে বার্ড ফ্লু শনাক্ত হয়। সে কারণে রামনগরের ওই ব্যক্তির লক্ষণকে গুরুত্বের সঙ্গে নিয়েছে আইইডিসিআর।

যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রাশেদুল হক জানান, বার্ড ফ্লু পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগের উচ্চ পর্যায়ের যে টিম আসাছে তাদের সর্বোচ্চ সহায়তা করা হবে।

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, পরীক্ষণ দলের সদস্যরা সন্দেহজনক ব্যক্তির রক্ত ও প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করবেন। সেগুলো পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তার শরীরে বার্ড ফ্লু সংক্রমণ আছে কিনা।

প্রসঙ্গত মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণ প্রথম ধরা পড়ে ২০০৮ সালে ।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।