ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সাতক্ষীরায় জেলি মিশ্রিত ৩০০ কেজি চিংড়ি জব্দ, ৫ জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৮, মে ২, ২০২৫
সাতক্ষীরায় জেলি মিশ্রিত ৩০০ কেজি চিংড়ি জব্দ, ৫ জনকে জরিমানা জেলি মিশ্রিত ৩০০ কেজি চিংড়ি জব্দ

সাতক্ষীরা শহরে পিকআপভ্যান থেকে মানবদেহের জন্য ক্ষতিকর জেলি মিশ্রিত ৩০০ কেজি বাগদা ও গলদা চিংড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় চিংড়িতে জেলি পুশ করে বাজারজাতের দায়ে পাঁচ মাছ ব্যবসায়ীকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২ মে) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এর আগে বৃহস্পতিবার (১ মে) রাতে সাতক্ষীরা শহরের আলিয়া মাদরাসার মোড় থেকে জেলি মিশ্রিত এসব চিংড়ি জব্দ করা হয়।  

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মানবদেহের জন্য ক্ষতিকর জেলি মিশ্রিত চিংড়ি বিক্রির উদ্দেশে পিকআপভ্যানে করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা শহরের আলিয়া মাদরাসার মোড় এলাকায় থেকে পাঁচটি পিকআপভ্যান ভর্তি গলদা ও বাগদা চিংড়ি জব্দ করে বিজিবি একটি টিম। পরে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এবং বিজিবির সমন্বয়ে গঠিত পর্ষদ সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করলে জব্দ ৯ হাজার কেজি মাছের মধ্যে ৩০০ কেজি গলদা ও বাগদা চিংড়িতে ক্ষতিকর জেলি পুশের বিষয়টি শনাক্ত করা হয়।

এ সময় চিংড়িতে ক্ষতিকর জেলি পুশ করার অপরাধে দেবহাটার মৎস্য ব্যবসায়ী জয়দেব মণ্ডলকে ২৪ হাজার, আশাশুনির আনন্দ মিস্ত্রিকে ১০ হাজার, দেবহাটার রবিন সর্দারকে ১০ হাজার ও আশাশুনির আনিসুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ক্ষতিকর জেলি পুশকৃত মাছগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। এবং জেলি পুশহীন চিংড়িগুলোসহ পিকআপভ্যান ছেড়ে দেওয়া হয়।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।