ফরিদপুর জেলার সালথা উপজেলা সদরের কাউলিকান্দা এলাকায় নসিমনের সঙ্গে ধাক্কায় মো. জিসান খান (১৮) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রে মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সালথা-ফরিদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান একই উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের মো. হেলাল খান ছেলে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে সালথা বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির যাচ্ছিলেন জিসান। পথে কাউলিকান্দা এলাকায় বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত ইটবোঝাই একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন জিসান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মারুফ হাসান রাসেল।
এসআরএস