ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

সিলেটে আপন ভাইকে হত্যার আসামি জাকারিয়া গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, মে ২, ২০২৫
সিলেটে আপন ভাইকে হত্যার আসামি জাকারিয়া গ্রেপ্তার

সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জে ছোট ভাইকে হত্যার চারদিনের মাথায় প্রধান আসামি জাকারিয়া আহমদকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইছাকলস ইউনিয়নের দুর্গাপুর এলাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার জাকারিয়া উপজেলার বাগজুর উত্তরপাড়া গ্রামের মৃত আশিক মিয়ার ছেলে। নিহত এহিয়া তার ছোটো ভাই।

পুলিশ সূত্র জানায়, গত ২৮ এপ্রিল রাত সোয়া ৯টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে আপন ছোটো ভাই রুবেল আহমদ ইয়াহিয়াকে (২৫) কেচি দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায় জাকারিয়া। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকেচিকিৎসক মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী মোছা. খাদিজা বেগম বাদী হয়ে একমাত্র ভাসুড় জাকারিয়াকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত রুবেল আহমেদ মাত্র ৮ মাস আগে খাদিজা বেগমকে বিয়ে করেন। বিয়ের ৮ মাস পর টাকার নিয়ে বিরোধ থেকে আপন ভাইকে হত্যা করেন জাকারিয়া।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামির দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত একটি কেচি তার বাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়।

এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।