ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

সারাদেশ

পাওনা টাকায় চাওয়ায় চোখ উপড়ে যুবককে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫০, মে ৭, ২০২৫
পাওনা টাকায় চাওয়ায় চোখ উপড়ে যুবককে হত্যা

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বারে পাওনা টাকা চাওয়ায় এক ভ্যানচালককে পিটিয়ে ও চোখ উপড়ে ফেলে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাসেল পালাতক।

 

মঙ্গলবার (৬ মে) উপজেলার ভানী ইউনিয়নের ত্রিবিদ্যা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

বুধবার ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

নিহত মো. শফিউল্লাহ (৩৮) উপজেলার ভানী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীনের ছেলে।

অভিযুক্ত রাসেল একই উপজেলার ভানী ইউনিয়নের আন্দিরপার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, রাসেল ও শফিউল্লাহর মধ্যে দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তারা একে অপরের মধ্যে টাকা লেনদেন করতেন। একপর্যায়ে শফিউল্লাহর কাছ থেকে ৪৫ হাজার টাকা ধার নেন রাসেল। কিন্তু টাকাটা ফেরত দিচ্ছিলেন না রাসেল। এজন্য কয়েকদিন ধরে টাকা ফেরত পেতে চাপ দিচ্ছিলেন শফিউল্লাহ। মঙ্গলবার বিকেলে টাকা দেওয়ার কথা বলে শফিউল্লাহকে নিজের গ্যারেজে খবর দিয়ে নিয়ে আসেন। এসময় দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাসেল তার গ্যারেজে থাকা লোহার রড দিয়ে শফিউল্লাহকে বেদম মারধর করেন এবং ড্রিল মেশিন দিয়ে শফিউল্লাহ চোখ উপড়ে ফেলে মরদেহ দোকানে ফেলে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বুধবার সকালে মরদেহ মর্গে পাঠানো হয়।  

নিহতের স্ত্রী তাসলিমা বেগম বলেন, আমার তিন ছেলে ও তিন মেয়ে আছে। আমার স্বামীকে রাসেল নির্মমভাবে হত্যা করেছে। পাওনা টাকা না দিলে না দিত, কিন্তু তাকে এভাবে মারল! আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান চলছে।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।