ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

নোয়াখালী শহর আ.লীগের সভাপতির বাড়িতে হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, মে ১১, ২০২৫
নোয়াখালী শহর আ.লীগের সভাপতির বাড়িতে হামলা

নোয়াখালী: আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণার পর নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের জয়কৃষ্ণপুর গ্রামের বাড়িতে এ হামলা চালানো হয়।

 

গত ৫ আগস্টের পর থেকে নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু আত্মগোপনে রয়েছেন।  

তার পরিবারের সদস্যরা জানান, রাত সাড়ে ১১টার দিকে ৭০-৮০টি মোটরসাইকেলে করে একদল লোক তাদের বাড়িতে ঢোকেন। প্রতিটি মোটরসাইকেলে দুই-তিনজন করে ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই তারা বাড়িতে হামলা-ভাঙচুর শুরু করেন। এসময় তারা পুলিশ ও সেনাবাহিনীকে কল দেন।  

পিন্টুর স্ত্রী সাবরিনা মাহজাবিন জয়ন্তী অভিযোগ করেন, হামলাকারীরা বাড়ির নিচতলা ও দ্বিতীয় তলার প্রতিটি কক্ষে হামলা ভাঙচুর ও মূল্যবান মালামাল লুট করা হয়েছে। তারা বাড়ির সামনে রাখা তিনটি গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে নিচতলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রায় আধাঘণ্টা ধরে হামলা চালানো হয়। বাড়ির ভাড়াটিয়াদের ঘরেও হামলা চালানো হয়। হামলাকারীরা চলে গেলে বাড়ির সবার চিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নেভান।

জয়ন্তী আরও জানান, হামলাকারীদের কাউকে তিনি চিনতে পারেননি। হামলাকারীরা ভাঙচুর করে চলে যাওয়ার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা পরিদর্শন করে গেছেন।

নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, আপনারা নিশ্চিত থাকেন- এ হামলা-ভাঙচুর বিএনপির কেউ করে নাই। আমাদের দল এ রকম হামলা সমর্থন করে না। এটা অন্য কেউ করতে পারে। এমন হয়ে থাকলে আমরা তীব্র নিন্দা জানাই।  

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, হামলকারীরা গ্লাস ভাঙচুর করেছেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনও কেউ থানায় অভিযোগ করেননি।

এসআই  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।