ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

জীবননগর সীমান্তে অনুপ্রবেশের সময় আটক ১৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, মে ১১, ২০২৫
জীবননগর সীমান্তে অনুপ্রবেশের সময় আটক ১৪ আটকরা

চুয়াডাঙ্গা: অনুপ্রবেশের দায়ে চুয়াডাঙ্গার জীবননগরে ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১১ মে) সকালে উপজেলার সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়।

দুপুরে বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ৫৮ ব্যাটলিয়নের পরিচালক সাইফুল ইসলাম। পরে তাদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি জানায়, রোববার সকালে সীমান্ত ইউনিয়নের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৪ জনকে আটক করা হয়। এর মধ্যে দুইজন শিশু, তিনজন নারী এবং নয়জন পুরুষ রয়েছেন। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজিবির কাছে স্বীকার করেছেন- তারা ছয় মাস আগে বিভিন্ন সীমান্ত দিয়ে ভালো কাজের আশায় ভারতে প্রবেশ করেছিলেন। আজ তারা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছিলেন।

আটকরা হলেন- বাগেরহাট জেলার ঘাটবিল গ্রামের শাহাদত কাজীর ছেলে মোহাম্মদ হাসান কাজী (৩৭), মৃত মোশারফ কাজীর মেয়ে সেলিনা বেগম (৩৫), হাসান কাজীর ছেলে মোহাম্মদ সালমান কাজী (১৫),  মো. শাকিব কাজী (১২), যশোর জেলার বসতপুর গ্রামের মৃত আব্দুর রব মুন্সির ছেলে মো. ইউনুস আলী (৩৬), বহিলাপোতা গ্রামের চান মিয়ার ছেলে মো. হোসেন আলী (৪৯), শাঁখারি পোতা গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মো. আজিজুর রহমান (২৬), বহিলাপোতা গ্রামের মো. ইসলাম মোল্লার ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৮), কলসি গ্রামের মৃত আহমেদ সরদারের মেয়ে মোসাম্মৎ আদরী (২৭), ঘীবা গ্রামের হাফিজুর রহমানের ছেলে মো. সোহেল হোসেন (১৮), চাচরা গ্রামের মোহাম্মদ তবিবুর রহমানের ছেলে মো. জাহিদুর রহমান (৫০), খুলনা জেলার মুক্তার আলী গাজীর মেয়ে নাজমা খাতুন (৩৬), নোয়াখালী জেলার ওয়াসেকপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. ইলিয়াস (৩৭) এবং খাগড়াছড়ি জেলার হাতির খোদা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ ইউসুফ নবী (২৬)।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, বিজিবির হাতে আটক ওই ১৪ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।