ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

সারাদেশ

নটরডেম কলেজের ভবন থেকে পড়ে ছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, মে ১২, ২০২৫
নটরডেম কলেজের ভবন থেকে পড়ে ছাত্রের মৃত্যু প্রতীকী ফটো

ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকায় নটরডেম কলেজের ভবন থেকে নিচে পড়ে ধ্রুবব্রত দাস (১৮) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।  

সোমবার (১২ মে) বিকেল সোয়া ৩টার দিকে নটরডেম কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে নিচে পড়ে যায় ওই ছাত্র।

দেখতে পেয়ে সহপাঠী ও স্বজনরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বিকেল ৪টার দিকে মৃত ঘোষণা করেন।  

মৃত ধ্রুবর সহপাঠী রাগীব মৃধা জানান, ধ্রুব এবং তারা এইচএসসি পরীক্ষার্থী। আগামী একমাস পরে তাদের পরীক্ষা। আজকে তাদের টেস্টের রেজাল্ট দেওয়ার কথা ছিল। রেজাল্ট আনতে কলেজে গিয়েছিল তারা। হঠাৎ কলেজের ফাদার টিম ভবন থেকে নিচে পড়ে যায় ধ্রুব। দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিলে মারা যায়। ভবনটা ছয়তলা, ধারণা করেছে সে তিনতলার বারান্দা দিয়ে পড়ে গিয়েছে। তবে সে কিভাবে পড়ে গেল তা আমরা জানতে পারিনি।  

হাসপাতালে ধ্রুবর বাবা বানি ব্রতদাস চঞ্চল জানান, তাদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামে। বর্তমানে ওয়ারী গোপীবাগ এলাকায় থাকেন। একমাস পরে তার ছেলের ফাইনাল পরীক্ষা। আজকে কলেজের টেস্ট পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা ছিল। রেজাল্ট আনতে ছেলেকে নিয়ে কলেজে যাই। কোন অভিভাবকদের ভেতরে ঢুকতে না দেওয়ায় গেটের বাইরে অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখতে পাই তার ছেলেকে সহপাঠীরা রক্তাক্ত অবস্থায় রিকশায় তুলছে। পরে হাসপাতালে নিলে মারা যায় ধ্রুব। সহপাঠীর কাছ থেকে জানতে পারি, ভবনের ওপর থেকে নিচে পড়ে গেছে ধ্রুব। দুই ভাইয়ের মধ্যে ধ্রুব ছিল বড়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সহপাঠী ও স্বজনরা ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহপাঠীরা জানিয়েছে নটরডেম কলেজের ভবনের ওপর থেকে নিচে পড়ে গিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানায় অবহিত করা হয়েছে।

এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।