ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

বাগেরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৪, মে ১২, ২০২৫
বাগেরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটে বজ্রপাতে ইকতিয়ার শেখ (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

সোমবার (১২ মে)  বিকেলে সদর উপজেলার নোনাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ির পাশের মাঠে গরু আনতে যান ইকতিয়ার শেখ। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে জীবিত রয়েছে ধারণা করে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, শুনেছি মাঠ থেকে গরু আনার সময় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।