ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

মদিনা-সিলেট সরাসরি ফ্লাইট দাবি হাব নেতৃবৃন্দের    

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২১, মে ১২, ২০২৫
মদিনা-সিলেট সরাসরি ফ্লাইট দাবি হাব নেতৃবৃন্দের
 

 

সিলেট: মদিনা থেকে সিলেটে সরাসরি ফ্লাইট পরিচালনার দাবি জানিয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সিলেট শাখার নেতারা।  

উমরাহ মৌসুমে হাজিদের দুর্ভোগ লাঘবে মদিনা থেকে সরাসরি ফিরতি ফ্লাইট চালুর দাবি জানানো হয়।


 
সোমবার (১২ মে) বিকেলে নগরের জেলারোড আনন্দ টাওয়ারে হাব সিলেট অঞ্চল কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
 
হাব সিলেট চ্যাপ্টারের সভাপতি জহিরুল কবির চৌধুরী শীরু বলেন, সিলেট থেকে পাঁচটি হজ ফ্লাইট পরিচালিত হওয়ায় হজযাত্রীদের দুর্ভোগ লাঘব হয়েছে। সেভাবে মদিনা থেকে সরাসরি সিলেটে ফ্লাইট পরিচালনা করতে বিমান কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সিলেট জোনাল কমিটির চেয়ারম্যান মো. আব্দুল হক বলেন, আগামী বুধবার (১৪ মে) উদ্বোধনী অনুষ্ঠানের পর সিলেট থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট মদিনার উদ্দেশ্যে উড়াল দেবে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে হাব।
 
তিনি বলেন, গতবারের মতো এবারও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচটি হজ ফ্লাইট পরিচালিত হবে। এ বছর সিলেটের হজ যাত্রী রয়েছেন দুই হাজার ৬৭৫ জন। এর মধ্যে পাঁচটি ফ্লাইটে সিলেট থেকে যাবেন দুই হাজার ৯০ জন। অপর ৫৮৫ জন রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাবেন।
 
মো. আব্দুল হক জানান, এবারও যাত্রীদের দুই দেশের ইমিগ্রেশন হবে ঢাকাতে। তবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবেই সম্পন্ন হবে।
 
তিনি বলেন, ১৪ মের পর সিলেট থেকে ২৩, ২৫, ২৬ ও ২৯ মে আরও চারটি ফ্লাইট সিলেট থেকে জেদ্দা রুটে পরিচালিত হবে।

এবারের হজ কোটা ব্যবস্থাপনায় এজেন্সি প্রতি এক হাজার যাত্রী বেঁধে দিলেও তেমন বেগ পেতে হয়নি। এজেন্সিগুলো নিজেদের মধ্যে সমন্বয় করে নিয়েছে। আগামীতে নির্ধারিত সংখ্যা আরও বাড়ালেও সমস্যা হবে না। এবারের মতোই সমন্বয় করে নেওয়া হবে।
 
সংবাদ সম্মেলনে বলা হয়, ধর্মমন্ত্রণালয় অনুমোদিত সিলেটের ৩০টি হজ এজেন্সি থাকলেও ২১টি এজেন্সি হাজি নিবন্ধন কার্যক্রম পরিচালনা করেছে। সিলেট থেকে সরকারিভাবে নিবন্ধনকারী হজযাত্রী হচ্ছেন ৩৩ জন।
 
‘হাব’ সিলেট অঞ্চলের সেক্রেটারি মু. আব্দুল কাদিরের পরিচালনায় সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আতাউর রহমান, খন্দকার সিপার আহমদ, মোতাহার হোসেন বাবুল ও জহিরুল কবির চৌধুরী, আটাব সিলেট অঞ্চলের সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান, ‘হাব’ সিলেট অঞ্চলের ভাইস চেয়ারম্যান মশহুদ আহমদ, সাবেক সেক্রেটারি গিয়াস উদ্দিন আহমদ, সদস্য নাজিব বিন মনসুর ও মো. আলী।
 
বাংলাদেশ সময়: ২৩২০ ঘন্টা, মে ১২, ২০২৫
এনইউ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।