কুমিল্লা: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘যারা ৪৭, ৫২ ও ৭১ অস্বীকার করে, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। যারা ৩০ লাখ শহীদকে অস্বীকার করে, যারা মুক্তিযুদ্ধ স্বীকার করে না, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে স্বীকার করেন না, তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই।
কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ও পয়ালগাছা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এ নেতা। সোমবার (১২ মে) লক্ষ্মীপুর বাজার মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
বক্তব্যে বরকত উল্লাহ বুলু বলেন, ‘মুক্তিযুদ্ধের একমাত্র দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এ দলটি গঠন করেছিলেন স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমান। আর শতাব্দীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিচ্ছবি দেশনায়ক তারেক রহমান। যত ষড়যন্ত্রই হোক না কেন, ১৮ কোটি মানুষের ভালোবাসায় তারেক রহমান ফিরবেন ও সরকারপ্রধান হবেন। ’
বিএনপির এ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আক্কাছ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভূঁইয়া স্বপন, জেলা বিএনপি নেতা আ. হ. ম. তাইফুর আলম, জেলা বিএনপি নেত্রী সাকিনা বেগম, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মাহাবুব চৌধুরী, জেলা বিএনপি নেতা কামরুল হুদা, বরুড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী নাজমুস সাদাত সাধন, বরুড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল জলিলসহ বিএনপি ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় লক্ষ্মীপুর ও পয়ালগাছা ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট ও দুই ইউনিয়নের ১৮টি ওয়ার্ডের ৫১ সদস্য করে কমিটি ঘোষণা করা হয়। এতে লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলী আকবর। পয়ালগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক হিসেবে গাজী আব্দুল হাইয়ের নাম ঘোষণা করা হয়।
এসআই