ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৭, মে ১৩, ২০২৫
আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার মো. আব্দুল খালেক মোল্লা।

সাভার (ঢাকা): রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ছাত্র হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক মোল্লাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল খালেক আশুলিয়া থানার নরসিংহপুরের বুড়িপাড়া এলাকার মুছা মোল্লার ছেলে ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় নিহত ও আহতদের পরিবার মামলা দায়ের করেছেন। এমন একটি হত্যাচেষ্টা মামলার তিনি এজাহারভুক্ত আসামি। গত ৫ আগস্টের পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খালেক মোল্লাকে মঙ্গলবার (১৩ মে) সকালে আদালতে পাঠানো হবে।

আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।