ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

সারাদেশ

যশোরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২১, মে ১৫, ২০২৫
যশোরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

যশোর: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যশোর পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাধারণ সম্পাদক ইমরান শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টায় ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ওই গ্রামের কাশেম শিকদারের ছেলে।

ইমরানের নামে ঝিকরগাছা থানায় ককটেল বিস্ফোরণ ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

গ্রেপ্তারের পর ইমরানকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।  

ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) জি এম ইমরান হোসেন রাজু জানান, ইমরান গত বছরের ১৭ ডিসেম্বর বিকেলে জয়কৃষ্ণপুর গ্রামের জামতলা মোড়ে সহযোগীদের সঙ্গে নাশকতার পরিকল্পনা করছিলেন। এসময় পুলিশ ঘটনাস্থলে হাজির হলে তারা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

তিনি আরও জানান, ইমরান শিকদার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।