ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

সারাদেশ

কুষ্টিয়ায় বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৫, মে ১৫, ২০২৫
কুষ্টিয়ায় বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে মাঠে তামাক গাছ কাটার সময় বজ্রপাতে বিজয় (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরেকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়ারা মাঠে এ ঘটনা ঘটে।

বিজয় খাড়ারা এলাকার শামসুদ্দিনের ছেলে এবং একই এলাকার আক্কাস আলীর ছেলে সুজন (৩০) আহত হন। নিহত বিজয় কুষ্টিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মিরপুর উপজেলা জুড়ে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় খাড়ার মাঠে বিজয় ও সুজন  তামাক গাছের ডাটা কাটছিলেন। হঠাৎ বজ্রপাতে দুইজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সুজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।