পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনের সাবেক সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. মহিবুর রহমান মহিবসহ আওয়ামী লীগের ৯ নেতাকর্মীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
কলাপাড়া থানায় দায়ের করা এক মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস তালুকদার আদালতে দাখিলকৃত এক আবেদনে উল্লেখ করেন, মামলার এজাহারনামীয় আসামিরা বিদেশে পালিয়ে যেতে পারেন এমন আশঙ্কা রয়েছে।
এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ মে) পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া চৌকি আদালতের ভারপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হোসেন বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার এ আদেশ দেন।
আদালত আদেশে বলেন, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিংবা পরবর্তী কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ আগামী ১৯ জুন ২০২৫ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।
উল্লেখ্য, মামলার তদন্ত সংক্রান্ত নথি ও প্রাসঙ্গিক কাগজপত্র আদালতে উপস্থাপন করে ১২ মে ২০২৫ তারিখে কলাপাড়া থানার স্মারক নম্বর ১৫৭১ অনুযায়ী তদন্ত কর্মকর্তা এ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আরএ