ঢাকা, মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০১ শাওয়াল ১৪৪৬

খেলা

ফেদেরারের আরও এক রেকর্ড জোকোভিচের দখলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
ফেদেরারের আরও এক রেকর্ড জোকোভিচের দখলে নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার/সংগৃহীত ছবি

রজার ফেদেরারের অনেক রেকর্ডই ভেঙে দিয়েছেন নোভাক জোকোভিচ।  এবার আরও একটি রেকর্ডে সুইস টেনিস কিংবদন্তিকে পেছনে ফেললেন সার্বিয়ান এই তারকা।

 

মায়ামি ওপেনে সেবাস্টিয়ান কোরডাকে ৬-৩, ৭-৬ (৪) গেমে হারিয়ে এটিপি মাস্টার্স ১০০০ প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বয়সী সেমিফাইনালিস্ট হিসেবে নতুন রেকর্ড গড়েছেন 'জোকার'।

ম্যাচটি জয়ের পর তার বয়স দাঁড়ায় ৩৭ বছর ১০ মাস। এর আগে ২০১৯ সালে ইন্ডিয়ান ওয়েলস এবং মায়ামির টুর্নামেন্টে শেষ চারে পৌঁছানোর সময় রজার ফেদেরারের বয়স ছিল ৩৭ বছর ৭ মাস। জোকোভিচের এই অর্জন ফেদেরারের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

ক্যারিয়ারের ১০০তম এটিপি শিরোপা জয় থেকে এখন আর দুইটি জয় দূরে আছেন জোকোভিচ।  

সেমিফাইনালে তার প্রতিপক্ষ বুলগেরিয়ান টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।