ঢাকা, মঙ্গলবার, ১৭ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০১ শাওয়াল ১৪৪৬

খেলা

মায়ামিতে মেসি-জোকোভিচের জার্সি বদল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
মায়ামিতে মেসি-জোকোভিচের জার্সি বদল একে অন্যের জার্সি হাতে মেসি ও জোকোভিচ/সংগৃহীত ছবি

ফুটবল মাঠে খেলা শেষে জার্সি বদল খুব পরিচিত দৃশ্য। পছন্দের খেলোয়াড়ের জার্সি পেতে অনেকে আগ বাড়িয়ে হাত মেলাতেও যান।

আর সেই পছন্দের খেলোয়াড় যদি হন লিওনেল মেসি, তাহলে তো কথাই নেই।  

তবে এবারের ঘটনাটি ফুটবলের নয়। আর প্রতিপক্ষ খেলোয়াড়টিও যেনতেন কেউ নন। মায়ামি ওপেনের সেমিফাইনালে কাল গ্রিগর দিমিত্রভের মুখোমুখি হয়েছিলেন টেনিসের মহাতারকা নোভাক জোকোভিচ।  

হার্ড রক স্টেডিয়ামের ম্যাচটি উপভোগ করতে সপরিবারে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার মেসি। যিনি এখন মায়ামির ঘরের ফুটবল ক্লাব ইন্টার মায়ামির অধিনায়ক। মেসিকে দর্শকসারিতে রেখেই দিমিত্রভকে ৬-২, ৬-৩ সরাসরি সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন সার্বিয়ান টেনিস কিংবদন্তি।  

ম্যাচ শেষে জোকোভিচের  ড্রেসিংরুমে হাজির হন মেসি। সেখানেই একে অন্যের স্বাক্ষরিত জার্সি অদলবদল করেন।  

ম্যাচ শেষে ভেন্যুতে মেসির উপস্থিতি নিয়েও উচ্ছ্বাস ঝরে জোকোভিচের কণ্ঠে, 'তাকে (মেসি) পাওয়া দারুণ ব্যাপার। তার সামনে প্রথমবার লাইভ খেলতে পারা আমার জন্য অনেক সম্মানের। সে এবং তার পরিবার এখানে আসায় আমি কৃতজ্ঞ। বিশ্বের অনেকের মতো আমিও তার ক্যারিয়ারের প্রশংসা করি এবং এটা দারুণ যে, সে এখনো (খেলা) চালিয়ে যাচ্ছে। আমরা দুজন আসলে সমবয়সী, জন্ম ১৯৮৭ সালে। ফলে তাকে এখানে পাওয়া আমাদের জন্য আনন্দের। '

এদিকে ইনজুরির কারণে আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের কয়েকটি ম্যাচ খেলতে পারেননি মেসি। তবে তার ফ্যানদের জন্য খুশির খবর হচ্ছে, ইন্টার মায়ামির হয়ে মাঠে ফেরার দ্বারপ্রান্তে মেসি। এরইমধ্যে অনুশীলন শুরু করেছেন তিনি। আগামী শনিবার মায়ামির জার্সিতে খেলতে দেখা তাকে, এমনটাই জানিয়েছেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।