ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
ফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ে ভারত

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বার্বাডোজের কেনসিংটন ওভালে আজ টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে।

টস শেষে প্রতিক্রিয়ায় ফাইনালের পিচকে ব্যাটিং সহায়ক হিসেবে চিহ্নিত করেছেন রোহিত। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম জানিয়েছেন, তিনিও টস জিতলে ব্যাটিং-ই বেছে নিতেন।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত আজ এই ফরম্যাটে দ্বিতীয় শিরোপা জেতার লক্ষ্যে মাঠে নামছে। অন্যদিকে এবারই প্রথম কোনো বিশ্বকাপের ফাইনাল খেলছে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ প্রথম শিরোপা জেতার সুযোগ তাদের সামনে।

দক্ষিণ আফ্রিকা (একাদশ): কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়েনসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া, তাবরেজ শামসি।

ভারত (একাদশ): রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।