ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

মুজারাবানির ৬ উইকেট, জাকেরের ফিফটিতে ১৭৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
মুজারাবানির ৬ উইকেট, জাকেরের ফিফটিতে ১৭৪ রানের লক্ষ্য দিল বাংলাদেশ জাকের আলী/সংগৃহীত ছবি

তৃতীয় দিনের মতো আজও দিনের শুরুতেও বৃষ্টি হানা দেয়। বল মাঠে গড়ানোর নির্ধারিত সময় ছিল সকাল পৌনে দশটায়।

তবে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয় প্রায় সোয়া এক ঘণ্টা। মাঠ প্রস্তুত হলেও দিনটা বাংলাদেশের জন্য একেবারেই সুখকর হয়নি। দিনের শুরুতেই দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকদের চাপে ফেলে দেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি।

সিলেট টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় বলেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দেন মুজারাবানি। আগের দিন ৬০ রানে অপরাজিত থাকা শান্ত শর্ট বল পুল করতে গিয়ে টাইমিং মিস করেন, বল উঠে যায় আকাশে, আর লং লেগে দাঁড়ানো নিয়াউচি কোনো ভুল না করে ক্যাচটি লুফে নেন। ১০৫ বলে ৬০ রানে থেমে যায় শান্তর ইনিংস।

এরপর মিরাজ এসেই আগ্রাসী শুরু করেছিলেন। মুজারাবানিকে বাউন্ডারি মেরে আভাস দিয়েছিলেন লড়াইয়ের। কিন্তু সে চেষ্টা বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ১৬ বলে ১১ রান করে গালিতে ক্যাচ দিয়ে ফেরেন তিনিও—মুজারাবানিরই শিকার। ইনিংসে এটি ছিল মুজারাবানির পঞ্চম উইকেট, টেস্ট ক্যারিয়ারে এটি তার তৃতীয় পাঁচ উইকেট প্রাপ্তি।

মিরাজের পর খুব বেশি সময় টিকতে পারেননি তাইজুল ইসলামও। মাত্র ৩ বল খেলে ১ রান করে এনগারাভার বলে উইকেটকিপার মায়াভোর হাতে ধরা পড়েন তিনি।

এই ধাক্কাগুলোর পর হাল ধরেন জাকের আলী ও হাসান মাহমুদ। জাকের ফিফটি তুলে নিলেও ১২ রান করে বিদায় নেন হাসান মাহমুদ। এরপর খালেদ আহমেদ প্রথম বলেই আউট; চাপে পড়ে আগ্রাসী ব্যাটিং শুরু করেন জাকের। কিন্তু তাকেও থামিয়ে দেন মুজারাবানি। ব্যক্তিগত ৫৮ রানে তুলে মারতে গিয়ে বাউন্ডারির কাছে ক্যাচ দিয়ে ফেরেন জাকের।

শেষ পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৫৫ রান তুলতে পারে বাংলাদেশ। তাতে লিড দাঁড়ায় ১৭৩ রানের।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৯১ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে জিম্বাবুয়ে করে ২৭৩ রান। এরপর দ্বিতীয়বার ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৯৪ রান তুলেছিল বাংলাদেশ। ১১২ রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।