ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

‘অডিও রেকর্ড প্রকাশ হোক, বোঝা যাবে আসলে কে দোষী’—দেবব্রতের পাল্টা অভিযোগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
‘অডিও রেকর্ড প্রকাশ হোক, বোঝা যাবে আসলে কে দোষী’—দেবব্রতের পাল্টা অভিযোগ দেবব্রত পাল/সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যাচ রেফারিদের মধ্যে তীব্র বিভাজন দেখা দিয়েছে। একদিকে নিয়ামুর রশীদের নেতৃত্বে সাতজন ম্যাচ রেফারি, অন্যদিকে একাই দাঁড়িয়ে আছেন দেবব্রত পাল।

গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত ম্যাচ রেফারিদের সমন্বয় সভায় দেবব্রতের বিরুদ্ধে ‘অমার্জিত আচরণ’ এবং ‘অসদাচরণের’ অভিযোগ তুলে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমানের কাছে লিখিত অভিযোগ করেছেন নিয়ামুররা।

তবে দেবব্রত পাল বিষয়টি নিয়ে চুপ থাকেননি। তিনি বিসিবি সভাপতি ফারুক আহমেদ বরাবর পাঠানো চিঠিতে নিয়ামুর রশীদের বিরুদ্ধেই উল্টো অভিযোগ তুলেছেন। চিঠির শিরোনাম “ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুল কর্তৃক উচ্ছৃঙ্খলতা, অসদাচরণ ও হুমকি প্রদান প্রসঙ্গে। ”

দেবব্রতের দাবি, ১৯ এপ্রিলের ওই সভায় আসলে তিনিই শালীন আচরণ করেছেন এবং নিয়ামুর রশীদই তার প্রতি অসৌজন্যমূলক আচরণ করেন।  

তার কথায়, "আমি বলেছিলাম, খেলোয়াড়দের শাস্তি দেওয়ার ক্ষেত্রে সব ম্যাচ রেফারিকে একই নিয়ম মেনে চলা উচিত। এই কথা শুনেই নিয়ামুর রেগে যান। তিনি আমার দিকে তেড়ে এসে বলেন—‘আঙুল নামিয়ে কথা বলো। ’ এমনকি আমার মা-বাবাকে নিয়েও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। "

ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের জন্য দেবব্রত দাবি তুলেছেন সভার অডিও রেকর্ড প্রকাশের, "ওই সভার শুরুতে আম্পায়ার্স কমিটির প্রধান বলেছিলেন, আলোচনা রেকর্ড করা হবে। সেই অডিওতেই সব প্রমাণ আছে। আমি স্পষ্টভাবে বলছি—অডিও রেকর্ড প্রকাশ করা হোক। তাহলে বোঝা যাবে কে সত্য বলছে আর কে মিথ্যা। আসলে কে গালিগালাজ করেছিল, সব স্পষ্ট হয়ে যাবে। "

বিসিবির অভ্যন্তরে এই ঘটনায় উত্তেজনা ও বিভাজন আরও বাড়ছে। এখন সবার নজর বোর্ডের পরবর্তী পদক্ষেপ ও আলোচিত অডিও রেকর্ড প্রকাশের দিকে।

বাংলাদেশ সময়ছ ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।