ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

সিলেটে টেস্ট চলাকালে হৃদরোগে বিসিবি কর্মকর্তার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
সিলেটে টেস্ট চলাকালে হৃদরোগে বিসিবি কর্মকর্তার মৃত্যু মো. ইকরাম চৌধুরী/সংগৃহীত ছবি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ চলাকালেই শোকাবহ এক ঘটনা ঘটেছে।  

বুধবার (২৩ এপ্রিল) টেস্টের চতুর্থ দিন সকালে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন বিসিবির সিকিউরিটি কো-অর্ডিনেটর মো. ইকরাম চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিসিবির মিডিয়া ম্যানেজার রিমন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুর পর তার মরদেহ সিলেটের নিজ বাসায় নেওয়া হয়েছে।

বিসিবি সূত্রে জানা যায়, টেস্টের চতুর্থ দিনের খেলা চলাকালীন সময় স্টেডিয়ামে নিজের দায়িত্বে ছিলেন ইকরাম। হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে সিলেটের আল-হারামাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

২০০৯ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন মো. ইকরাম চৌধুরী। ২০১৪ সাল থেকে তিনি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিকিউরিটি লিয়াজো অফিসার হিসেবে কাজ করছিলেন।

বাংলাদেশ ক্রিকেটের এই পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মকর্তার অকাল প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট অঙ্গনে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।