ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

টস হেরে ব্যাটিংয়ে ভারত, বিশ্রামে হার্দিক

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, আগস্ট ৩১, ২০২২
টস হেরে ব্যাটিংয়ে ভারত, বিশ্রামে হার্দিক

২০২২ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিং বেছে নিয়েছে হংকং।

আজ বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হয়েছে ভারত।

এর আগে আসরে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছিল রোহিতবাহিনী। ওই ম্যাচের সেরা খেলোয়াড় হার্দিক পান্ডিয়াকে আজকের ম্যাচে বিশ্রামে রেখেছে ভারত। তার জায়গায় সুযোগ পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ভুবনেশ্বর কুমার, আভেশ খান, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং।

হংকংয়ের একাদশ: নিজাকাত খান (অধিনায়ক), ইয়াসিম মুর্তজা, বাবর হায়াত, কিঞ্চিৎ শাহ, আইজাজ খান, স্কট ম্যাককেনি(উইকেটরক্ষক), জিশান আলী, হারুন আরশাদ, এহসান খান, আয়ুশ শুকলা, মোহাম্মদ ঘাজানফার।  

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।