ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ

ছেলেদের ক্রিকেটে চ্যাম্পিয়ন এআইইউবি, রানারআপ ড্যাফোডিল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১০, সেপ্টেম্বর ২৫, ২০২২
ছেলেদের ক্রিকেটে চ্যাম্পিয়ন এআইইউবি, রানারআপ ড্যাফোডিল

বাংলাদেশের ক্রীড়াপ্রেমী তরুণদেরকে উদ্বুদ্ধ করার পাশাপাশি মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার লক্ষ্যে ২০১৯ সালে প্রথমবারের মতো আয়োজিত হয়েছিল বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ। এ বছর আয়োজিত হচ্ছে এই চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর।

আজ রোববার (২৫ সেপ্টেম্বর) গ্রিন ইউনিভার্সিটিতে ছেলেদের ক্রিকেটের ফাইনাল ম্যাচে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে (ডিআইইউ) ৫২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।  

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯০ রান সংগ্রহ করে এআইইউবি। ব্যাট হাতে মাত্র ২৯ বলে ৫০ রান করেন মাহিদুল ইসলাম। বল হাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হাসান মুরাদ ৪ ওভারে ১৩ রান খরচে নেন ২ উইকেট।

জবাবে ২০ ওভার ব্যাটিং করেও ৯ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলতে পারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। দলের হয়ে ৪৭ বলে সর্বোচ্চ ৬৬ রান করেন মোসাদ্দেক হোসেন। বল হাতে এআইইউবি-এর রিফাত শাদ ৩ ওভারে ২৩ রান খরচে নেন ৩ উইকেট।

অন্যদিকে বিকেএসপিতে অনুষ্ঠিত ছেলেদের ফুটবল ইভেন্টের সেমিফাইনালে গ্রিন ইউনিভার্সিটিকে ১-০ গোলে হারিয়েছে গণ বিশ্ববিদ্যালয়। আরেক সেমিফাইনালে ড্যাফোডিল ইউনিভার্সিটি ১-০ গোলে হারিয়েছে ফারইস্ট ইউনিভার্সিটিকে।  

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।