ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাগর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৯, জানুয়ারি ২০, ২০২৩
সাগর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার 

চট্টগ্রাম: সীতাকুণ্ডে সাগর থেকে থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কুমিরা উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মহিলার বয়স আনুমানিক ৪৫। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।

নৌ-পুলিশ কুমিরা ফাঁড়ির ইনচার্জ এসআই চান মিয়া বলেন, সন্ধ্যায় বঙ্গোপসাগরের কুমিরা-সন্দ্বীপ চ্যানেলে অজ্ঞাত এক মহিলার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী আমাদের খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে উপকূলে নিয়ে আসি।

তিনি আরও বলেন, মরদেহ সুরতহাল তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।