ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৯, মে ১৬, ২০২৫
পটিয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আরিফুল ইসলাম

চট্টগ্রাম: পটিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আরিফুল ইসলাম (৩০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

 

আরিফ উপজেলার ছনহরা ইউপির আলী আকবরের বাড়ির ফরিদ আহমদের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি।  

পুলিশ জানান, গ্রেপ্তার আরিফ গত বছরের ৪ আগস্ট পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনার মামলার এজাহারভুক্ত আসামি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, গ্রেপ্তার আরিফের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।