চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ‘সবাই মিলে একসাথে, আরও বেশি অর্জন করি’ এই স্লোগানে প্রথমবারের মতো উদযাপিত হলো “কমিউনিকেশন ডে-২০২৫।
বৃহস্পতিবার (১৫ মে) দিবসটিতে একাডেমিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতায় রূপান্তর করার লক্ষ্যে বায়েজিদ আরেফিন নগর ক্যাম্পাসে সৃজনশীল ও শিক্ষামূলক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভাগীয় প্রধান ড. মো. সিরাজুল ইসলাম সহ বিভাগের শিক্ষকরা।
বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান ও তাসনিম ইসলামের সার্বিক তত্ত্বাবধানে বিজনেস কমিউনিকেশন কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীদের পেশাদার যোগাযোগ দক্ষতা বিকাশে কমিউনিকেশন ডে উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ৭৬তম ব্যাচের ৬০ জন শিক্ষার্থী ৮টি দলে বিভক্ত হয়ে মৌখিক ও লিখিত যোগাযোগ, ইমেইল লেখা, সভা পরিচালনা, পাবলিক স্পিকিং, বডি ল্যাঙ্গুয়েজ ও কমিউনিকেশন নেটওয়ার্কসহ নানান বিষয়ের উপর নিজস্ব স্টল ও প্রদর্শনীর মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রশংসনীয় উপস্থাপনার স্বীকৃতি হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সালেহ জহুর ও অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক।
এই আয়োজন আত্মবিশ্বাস, দলীয় সমন্বয় ও যোগাযোগ দক্ষতা উন্নয়নে এক নতুন মাত্রা যোগ করেছে বলেন জানান অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
পিডি/টিসি