ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

লাইটার জাহাজের শ্রমিকরা পেলেন নৌ পুলিশের খাদ্যসামগ্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, মে ১৪, ২০২৩
লাইটার জাহাজের শ্রমিকরা পেলেন নৌ পুলিশের খাদ্যসামগ্রী ...

চট্টগ্রাম: ঘূর্ণিঝড় মোখা’র আঘাত থেকে সুরক্ষার আশায় কর্ণফুলী নদীতে অবস্থান করছে চারশ লাইটার জাহাজ, অয়েল ট্যাংকার, ফিশিং ট্রলার, ড্রেজার ও বার্জ। এসব লাইটার জাহাজে কর্মরত শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে নৌ পুলিশ।

রোববার(১৪ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত কর্ণফুলী নদীতে অবস্থানরত এসব জাহাজে খাদ্যসামগ্রী নিয়ে যান সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একরাম উল্লাহ।  

তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার কারণে কর্ণফুলী নদীতে অবস্থান করছে প্রায় ৪০০ লাইটার জাহাজ।

 নৌ পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত আইজিপি স্যারের নির্দেশে কর্ণফুলী এলাকায় গরীব অসহায় লাইটার জাহাজের শ্রমিক, সাম্পান মাঝিদের মাঝে শুকনো খাবার ছিড়া,গুড়, বিস্কুট, কলা, পানি বিতরণ করা হয়েছে 

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ১৪, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।