ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি অঙ্গন’র ৩৫ বছরপূর্তিতে নানা আয়োজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
চবি অঙ্গন’র ৩৫ বছরপূর্তিতে নানা আয়োজন

চট্টগ্রাম: ‘সুস্থ সংস্কৃতি হোক মানবিক সমাজ গঠনের হাতিয়ার’ এই প্রত্যয়কে সামনে রেখে চবির ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গন’৩৬ বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষে প্রতিবছরের মতো এবারও অঙ্গনের বর্ষপূর্তি উৎসব আয়োজন করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে আয়োজন করা হয় ৩৫তম বর্ষপূর্তি আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা। এদিন দুপুর ২টায় পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

যেখানে অঙ্গনের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। অনুষ্ঠানে সভা প্রধান ছিলেন ‘অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ এর সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অঙ্গনের সহ-সভাপতি অথই রহমান। অঙ্গনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বর্ষব্যাপীর কার্যবিবরণী তুলে ধরেন।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিল অঙ্গন ক্যাম্পাস শাখার ও সিনিয়র সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

এতে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল অঙ্গন নাটক বিভাগের পরিবেশনায় ড. রাহমান নাসির উদ্দিনের রচনা ও পরিচালনায় মঞ্চনাটক 'বাতিলের ঘর-বসতি’। এছাড়াও সংগীত, আবৃত্তি ও নৃত্য বিভাগের পরিবেশনায় ছিল দেশাত্মবোধক ও আঞ্চলিকসহ নানা রকমের একক, দলীয় সংগীত, আবৃত্তি ও নৃত্য। সর্বশেষ পর্বে ছিল সিনিয়র সদস্যদের পরিবেশনা।  

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।