চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানার বারিক বিল্ডিং মোড়ে অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) আহত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে।
আহত ২ জন হলেন, ডবলমুরিং থানার এসআই জামিল ও এসআই নজরুল।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (পশ্চিম) মোহাম্মদ হোসাইন কবির বাংলানিউজকে বলেন, ডাকাতের ছুরিকাঘাতে দুইজন এসআই আহত রয়েছেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে ছয়জন ডাকাত ছিলেন। ডাকাতি করা কিছু টাকা-পয়সা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ডাকাতির কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
এমআই/পিডি/টিসি