ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘তরুণদের দেশপ্রেম ও যুক্তিনির্ভর চিন্তার চর্চা করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
‘তরুণদের দেশপ্রেম ও যুক্তিনির্ভর চিন্তার চর্চা করতে হবে’ বক্তব্য দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দৃষ্টি চট্টগ্রাম শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও যুক্তিবাদী মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হলে যুক্তিবাদী হতে হবে।

আমরা যদি যৌক্তিক চিন্তার চর্চা করি, তাহলে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারব। তরুণদের নৈতিকতা, দেশপ্রেম ও যুক্তিনির্ভর চিন্তার চর্চা করতে হবে।
শিক্ষা শুধু পরীক্ষার ফল নয়, বরং ন্যায় ও সত্যের পথে এগিয়ে যাওয়ার শক্তি দেয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ‘আইইউবি দৃষ্টি কুইজ কার্নিভাল ২০২৫’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটির সাধারণ সম্পাদক গোলাম বাকী মাসুদ বলেন, যুক্তিবাদী সমাজ গঠনের জন্য তরুণদের চিন্তাশক্তি ও মেধার বিকাশ ঘটাতে হবে। এ ধরনের কুইজ প্রতিযোগিতা সেই চর্চার একটি মাধ্যম। চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এটি তাদের জ্ঞানচর্চা, যুক্তিবাদী মনোভাব ও সমাজ সচেতনতা বাড়াতে সহায়তা করেছে।

দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল বলেন, শিক্ষার্থীদের মেধা ও যুক্তিবাদী চেতনা বিকাশে তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলে বিশ্বাস করি, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও যৌক্তিক চিন্তার বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তব্য দেন ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রিয়াংকা দে, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরী, সাবেক সভাপতি বৃজেট ডায়েস, সহ সভাপতি শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার।

বিভিন্ন পর্বে অতিথি ছিলেন সায়মন শাহাদাত, দি ইংলিশ একাডেমির পরিচালক সৈয়দ রাকিন মাহমুদ। এই প্রতিযোগিতায় ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।