চট্টগ্রাম: নিখোঁজের ১৩ ঘন্টা পর দোহাজারী ব্রিজের নিজ থেকে ভাসমান অবস্থায় নোমান প্রকাশ গুরা মিয়া (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে শঙ্খ নদীতে ভেসে উঠলে মরদেহটি স্থানীয়রা তীরে নিয়ে আসে।
নিহত নোমান কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের আবু ছৈয়দের ছেলে।
জানা যায়, ব্রিজের পার্শ্ববর্তী বার্মা কলোনিতে শনিবার রাতে জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় ঘটনা দেখতে যায় নোমান। স্থানীয়দের ধারণা পরিস্থিতি বেগতিক দেখে রাত একটার দিকে ঘটনাস্থল থেকে পালিয়ে আসার সময় অসাবধানতায় নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৫
বিই/পিডি/টিসি