বার্সেলোনার জার্সিতে ছুটছেন রাফিনিয়া। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি।
গতকাল রাতে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ ব্যবধানে ড্র করে বার্সেলোনা। ম্যাচটিতে দারুণ এক গোলের পাশাপাশি অ্যাসিস্টও পান রাফিনিয়া। ফেররান তরেসের দ্বিতীয় গোলে সহায়তা করে চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে সর্বোচ্চ গোলে অবদান রাখার রেকর্ড গড়েন তিনি।
চলতি আসরে ১২ গোল করার রাফিনিয়া আটটি অ্যাসিস্ট নিয়ে রয়েছেন সবার ওপরে। সবমিলিয়ে ২০ গোলে অবদান রেখেছেন তিনি। ২০১১-১২ মৌসুমে সর্বোচ্চ ১৯ গোলে (১৪ গোল, ৫ অ্যাসিস্ট) অবদান রেখেছিলেন মেসি। তারই রেকর্ড ভেঙেছেন ব্রাজিলিয়ান তারকা। রয়েছেন আরও রেকর্ড ভাঙার অপেক্ষা।
চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে ২১টি গোলে অবদান রেখে সবার শীর্ষে রয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। অর্থাৎ আর এক গোলে অবদান রাখলেই রোনালদোকে স্পর্শ করবেন তিনি। দুই গোলে অবদান রাখলে ছাড়িয়ে যাবেন চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফুটবলারকে।
আরইউ