হামজা চৌধুরীর বাংলাদেশ দলের হয়ে খেলার পর বিদেশে থাকা আরও ফুটবলার দেশের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করছে। এর মধ্যে সামিত সোম অন্যতম।
সামিতের ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি বলেন, ‘আমার মনে করছিলাম এটা (ছাড়পত্র) হয়তো আমরা সামনের সপ্তাহে পাব। সাধারণত দুই তিন সপ্তাহ লেগে যায়। হামজার বেলায় প্রায় এক মাস লেগেছিল। আলহামদুলিল্লাহ, আজ সকালেই আমরা পেয়েছি। মাত্র সাত-আটদিন লেগেছে। ’
ছাড়পত্র পাওয়ার পর সামিতকে এখন বাংলাদেশের পাসপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। এটি পেতে দুই-তিন দিনের মধ্যেই কানাডার বাংলাদেশি হাইকমিশনে গিয়ে সামিত আবেদন করতে পারেন বলে জানা গেছে। এরপর রয়েছে ফিফার অনুমোদন। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তিনি।
আরইউ