ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

নিষ্প্রভ মেসি-রোনালদো, বিদায় হলো তাদের ক্লাবের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩১, মে ১, ২০২৫
নিষ্প্রভ মেসি-রোনালদো, বিদায় হলো তাদের ক্লাবের

গতকাল রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় হয় ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের। আর ভোরে কনকাকাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় হয় লিওনেল মেসির ইন্টার মায়ামির।

অর্থাৎ, একইদিনে এই দুই মহাতারকার ক্লাব বড় দুই প্রতিযোগিতা থেকে বাদ পড়ে।  

জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে বুধবার রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জাপানের কাওয়াসাকি ফ্রন্টালের কাছে ৩-২ গোলে হেরে বাদ পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর।

ম্যাচটিতে বেশ কয়েকটি সুযোগ পেলে কাজে লাগাতে পারেননি পর্তুগিজ তারকা। দুটি ফ্রি কিকসহ তিনবার গোলের সুযোগ পেয়েছিলেন তিনি। তবে কাজে লাগাতে পারেননি। এতেই সৌদি আরবে শিরোপা অভিযান আরো দীর্ঘ হলো তার।  

অপরদিকে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে কানাডার ভ্যাংকুভারের হোয়াইটক্যাপসের কাছে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হেরে বাদ পড়েছে মেসির ইন্টার মায়ামি। রোনালদোর মতোই মায়ামির হয়ে ম্যাচে নিষ্প্রভ ছিলেন মেসিও। বেশ কয়েকটি সুযোগ পেলেও তা গোলে পরিণত করতে পারেননি তিনি।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।