ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

তিন ম্যাচ পর জয় পেল অ্যাতলেটিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
তিন ম্যাচ পর জয় পেল অ্যাতলেটিকো ছবি:সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না লা লিগার জায়ান্ট দল অ্যাতলেটিকো মাদ্রিদের। তবে বাজে সময় কাটিয়ে জয়ে ফিরেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা। টানা তিন ম্যাচে জয় না পাওয়া দলটি সাউলের একমাত্র গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

ঢাকা: সময়টা ভালো যাচ্ছে না লা লিগার জায়ান্ট দল অ্যাতলেটিকো মাদ্রিদের। তবে বাজে সময় কাটিয়ে জয়ে ফিরেছে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

টানা তিন ম্যাচে জয় না পাওয়া দলটি সাউলের একমাত্র গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

শনিবার রাতে ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে খেলতে নামে অ্যাতলেটিকো। তবে ম্যাচের প্রথমার্ধ কোনো গোলের দেখা পায়নি দলটি। ফলে গোলশূন্য বিরতিতে যায় তারা।  

বিরতির পর অবশ্য নিজেদের ফিরে পায় স্বাগতিক দলটি। দলের জয়ে একমাত্র গোলটি করেন সাউল। ম্যাচের ৫৯ মিনিটে স্প্যানিশ এ তারকাই দলকে উদ্ধার করেন।

এ জয়ের ফলে ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয়ে রয়েছে সিমিওন শিষ্যরা। এক ম্যাচ কম খেলে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ১৮ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।