ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডায় আবাসিক ভবনে গুলিতে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
কানাডায় আবাসিক ভবনে গুলিতে নিহত ৬

কানাডায় টরন্টোর উত্তরে ভগান শহরের একটি ভবনে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজনও নিহত হয়েছেন।

ইয়র্ক পুলিশ বিভাগের বরাত দিয়ে রয়টার্স এই খবর জানিয়েছে।

সোমবার এক বিবৃতি পুলিশ জানিয়েছে, গোলাগুলিতে এক ভুক্তভোগী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।  
 
রাদারফোর্ড সড়কের উত্তরে জেন স্ট্রিটের ওই আবাসিক ভবনে রোববার সন্ধ্যায় এক বন্দুকধারী কয়েকজনকে গুলি করে। খবর পেয়ে পুলিশ সেখানে যায়।  

পরে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে সন্দেহভাজন ঘটনাস্থলেই মারা যান।

এই ঘটনায় তদন্ত চলছে বলে বিবৃতিতে জানিয়েছে পুলিশ। এখন সেখানে জননিরাপত্তায় কোনো হুমকি নেই  বলেও জানিয়েছে পুলিশ।  
  
ওই বন্দুকধারীর উদ্দেশ্য কী ছিল, সে সম্পর্কেও কোনো কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।