ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মণিপুরে শিক্ষা সফরের বাস খাদে, ১৫ শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
মণিপুরে শিক্ষা সফরের বাস খাদে, ১৫ শিক্ষার্থীর মৃত্যু

ভারতের মণিপুরে বাস খাদে পড়ে ১৫ জন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে রাজ্যের নোনে জেলায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ধারণা করা হচ্ছে, পাহাড়ি রাস্তায় চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, থৌবাল জেলার ইয়ারিপকের ‘থাম্বলনু হায়ার সেকেন্ডারি স্কুলের’ শিক্ষার্থীদের নিয়ে দুটি বাস শিক্ষা সফরে খৌপুমের দিকে যাচ্ছিল। পথে বিষ্ণুপুর-খৌপম সড়কে লোংসাই তুবং এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ঢালু খাদে গড়িয়ে বাসটি উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।