ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তাজমহলে প্রবেশ করতে লাগবে করোনা পরীক্ষা 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
তাজমহলে প্রবেশ করতে লাগবে করোনা পরীক্ষা 

চীনসহ অন্যান্য দেশে বেড়েছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে ভারতের জনপ্রিয় পর্যটনস্থল তাজমহলে সতর্কতা জারি করা হয়েছে।

 

আগ্রা জেলা স্বাস্থ্য তথ্য কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন বলে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জানিয়েছে এএনআই।  

প্রতিদিন অভ্যন্তরীণ ও বিদেশি অনেক পর্যটক আগ্রার বিখ্যাত তাজমহল দেখতে আসেন। করোনা পরিস্থিতি বিবেচনায় এই পর্যটন স্থান ভ্রমণের আগে তাদের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে বলে জানিয়েছে দাফতরিক সূত্র।  
 
আগ্রা জেলা স্বাস্থ্য তথ্য কর্মকর্তা অনিল সাতসাঙ্গি বলেন, স্বাস্থ্য বিভাগ এরইমধ্যে সংক্রমণ ঠেকাতে কোভিড পরীক্ষা শুরু করেছে। যেহেতু সতর্কতা জারি করা হয়েছে, সেহেতু, দর্শনার্থী বা পর্যটকদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।