ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

লন্ডনে পাকিস্তান হাইকমিশনের জানালা ভাঙায় এক ভারতীয় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৮, এপ্রিল ২৮, ২০২৫
লন্ডনে পাকিস্তান হাইকমিশনের  জানালা ভাঙায় এক ভারতীয় গ্রেপ্তার

কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার মধ্যেই লন্ডনে পাকিস্তানি হাইকমিশনের জানালা ভাঙার অভিযোগে এক ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সংবাদ সংস্থা পিটিআই এ খবর প্রকাশ করেছে।

শুক্রবার যুক্তরাজ্যে অবস্থানরত ভারতীয় বিভিন্ন গোষ্ঠী বিক্ষোভ করে। লন্ডনে অবস্থানরত ভারতীয় এবং পাকিস্তানি উভয় দেশের বংশোদ্ভূত নাগরিকদের এ বিক্ষোভ অব্যাহত রয়েছে।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ৪১ বছর বয়সী অঙ্কিত লাভকে রোববার (২৭ এপ্রিল) গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

রোববার ভোরে পাকিস্তানি হাইকমিশনে হামলা করে একজন জানালা ভাঙছে এমন খবর পাওয়ার পর লাভকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে সোমবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, অঙ্কিত লাভের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগে আনা হয়েছে।

মুখপাত্র আরও বলেন, রোববার ভোর ৫টার দিকে কেনসিংটন এবং চেলসির লোন্ডেস স্কয়ারে পাকিস্তানি হাইকমিশনে হামলা করে জানালা ভাঙার অভিযোগে লাভকে গ্রেপ্তার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।