ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

হঠাৎ ব্ল্যাকআউটে বিপর্যস্ত স্পেন-পর্তুগাল-ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, এপ্রিল ২৮, ২০২৫
হঠাৎ ব্ল্যাকআউটে বিপর্যস্ত স্পেন-পর্তুগাল-ফ্রান্স অন্ধকারে মোবাইল ফোনের আলো জ্বেলে করতে হচ্ছে কাজ। ছবি: সংগৃহীত

হঠাৎ করে ইউরোপের দেশ স্পেন, পর্তুগাল এবং ফ্রান্সের বাসিন্দাদের জনজীবন ব্ল্যাকআউটে বিপর্যস্ত হয়ে পড়েছে।  ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটে দেশগুলোর বাসিন্দাদের মধ্যে নাভিশ্বাস উঠেছে।

এই বিপর্যয়ের ফলে সড়কে বিশাল যানজট সৃষ্টি হয়েছে এবং উড়োজাহাজ চলাচলেও বিঘ্ন ঘটছে। পরিস্থিতি সামাল দিতে দেশগুলোর ইউটিলিটি অপারেটররা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে তৎপর হয়েছেন।  

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে জানায়, বিদ্যুৎ বিপর্যয়ের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে, ইউরোপীয় বিদ্যুৎ উৎপাদক ও অপারেটররা জ্বালানি সরবরাহ পুনরুদ্ধার করতে কাজ করছে। এরই মধ্যে স্পেন ও পর্তুগালের সরকার জরুরি মন্ত্রিসভা বৈঠক ডেকেছে এবং ফ্রান্সের কিছু অংশেও বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে।

পর্তুগালের ইউটিলিটি সংস্থা আরইএন নিশ্চিত করেছে, পুরো আইবেরিয়ান উপদ্বীপ এবং আংশিকভাবে ফ্রান্স বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। একই সময়ে স্পেনের গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকা জানিয়েছে, তারা বিদ্যুৎ পুনরুদ্ধারের কাজ শুরু করেছে এবং ইতোমধ্যে উত্তর ও দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ কিছুটা পুনরুদ্ধার হয়েছে।

স্পেনের জাতীয় রেলওয়ে কোম্পানি রেনফে জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে ‘জাতীয় পর্যায়ে’ বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে, যার ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। মাদ্রিদের ট্রাফিক লাইট বন্ধ হয়ে যাওয়ায় শহরের কেন্দ্রে বিশাল যানজট সৃষ্টি হয়েছে।

স্পেনের ট্রাফিক কর্তৃপক্ষ (ডিজিটি) জনগণকে অনুরোধ করেছে, জরুরি প্রয়োজন ছাড়া গাড়ি ব্যবহার না করতে। এছাড়া গুরুত্বপূর্ণ ভবনগুলোর চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে।

স্পেনের বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা এইএনএ জানিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিছু বিমানবন্দরে বিঘ্ন ঘটেছে, তবে ব্যাকআপ জেনারেটর চালু রয়েছে। দেশের বিমান চলাচলে দেরি হচ্ছে। মাদ্রিদে মেট্রো পরিষেবাও থমকে গেছে এবং কিছু ট্রেনের যাত্রীরা মেট্রো স্টেশনে আটকা পড়েছেন।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টের খেলা স্থগিত হয়েছে। গ্রিগর দিমিত্রভ এবং তার ব্রিটিশ প্রতিদ্বন্দ্বী জ্যাকব ফার্নলেকে কোর্ট ছাড়তে হয়েছে, কারণ বিদ্যুৎ চলে যাওয়ায় তাদের খেলার স্কোরবোর্ড কালো হয়ে যায় এবং ক্যামেরাগুলো বন্ধ হয়ে যায়।

পর্তুগালের পুলিশ জানিয়েছে, দেশজুড়ে ট্রাফিক লাইট কাজ করছে না এবং লিসবন ও পোর্তোর মেট্রো পরিষেবা বন্ধ হয়ে গেছে। লিসবনের সাবওয়ে অপারেটর মেট্রোপলিটানো দে লিসবোয়া জানিয়েছে, মেট্রো পুরোপুরি বন্ধ রয়েছে এবং যাত্রীদের ট্রেনের ভেতর আটকে থাকার ঘটনাও ঘটেছে।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে দুটি দেশের অনলাইন পেমেন্ট ব্যবস্থা বন্ধ হয়ে গেছে এবং মোবাইল ফোন নেটওয়ার্কও বিপর্যস্ত হয়েছে। অনেক মানুষ তাদের ফোন তুলে নেটওয়ার্কে সংযোগের চেষ্টা করছে, তবে বেশিরভাগ মানুষ রেডিও শুনছেন, কারণ ফোনে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

বিদ্যুৎ বিভ্রাটের কারণে দুটি দেশের বিভিন্ন অঞ্চলে দোকান, রেস্টুরেন্ট এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে এখনও কিছু সময় লাগতে পারে, তবে নাগরিকরা চরম অসুবিধার মধ্যে পড়েছেন।

এই বিদ্যুৎ বিভ্রাটের পরিস্থিতি স্পেন ও পর্তুগাল জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং তা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।