ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তেজনার মধ্যে ‘ফাতাহ’ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল পাকিস্তান

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৩, মে ৬, ২০২৫
উত্তেজনার মধ্যে ‘ফাতাহ’ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করল পাকিস্তান

পহেলগাঁও-কাণ্ডে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই একটি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে পাকিস্তান। সোমবার (৫ মে) ১২০ কিলোমিটার পাল্লার ফাতাহ সিরিজের ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দেশটির সামরিক বাহিনী।

 

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছেন, চলমান ‘এক্স সিন্ধু’ নামের সামরিক মহড়ায় প্রশিক্ষণের অংশ হিসেবে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে।  

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটির উন্নত ন্যাভিগেশন সিস্টেম বা নির্ধারিত পথে নির্ভুলভাবে গন্তব্যে আঘাত হানতে পারে কি না, তা যাচাই করা ও নির্ভুলতা পরিমাপ করতে এটি উৎক্ষেপণ করা হয়েছে। এছাড়া এর মাধ্যমে সেনাসদস্যদের অভিযানের প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে আইএসপিআর আরও বলেছে, ‘পাকিস্তানের ভূখণ্ডে যেকোনো আগ্রাসন মোকাবিলায় সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ’

সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, প্রশিক্ষণ উৎক্ষেপণটি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পাকিস্তানের কৌশলগত সংস্থাগুলির কর্মকর্তা, বিজ্ঞানী এবং প্রকৌশলীরা প্রত্যক্ষ করেছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া এক বার্তায় পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের জন্য বিজ্ঞানী, প্রকৌশলী ও গোটা জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিরাপত্তা বাহিনী, বিজ্ঞানী ও প্রকৌশলীদের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ’ 

পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট।

এদিকে ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ বিষয়ে সংশ্লিষ্ট সেনাপ্রধান, চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান, বিজ্ঞানী ও প্রকৌশলীদের প্রশংসা করেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘এই সফল উৎক্ষেপণ প্রমাণ করে, পাকিস্তানের প্রতিরক্ষার ভার এখন শক্তিশালী হাতে রয়েছে। ’

এর আগে শনিবার পাকিস্তান ৪৫০ কিলোমিটার পাল্লার ‘আবদালি’ ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য, যা ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

গত বছরের মে মাসে, পাকিস্তান সেনাবাহিনী ৪০০ কিলোমিটার পাল্লার ফাতাহ-২ গাইডেড রকেট সিস্টেমের একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিচালনা করে।

প্রসঙ্গত, পহেলগাঁওয়ে হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে আসছে দিল্লি। তবে পাকিস্তান বলে আসছে, ওই অভিযোগের কোনো প্রমাণ ভারত এখনো দেখাতে পারেনি।

ভারত ইতোমধ্যে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ পাকিস্তানিদের ভিসা বাতিল এবং ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করে দিয়েছে। জবাবে পাকিস্তান সরকার ভারতের কূটনীতিকদের বহিষ্কার করে শিমলা চুক্তি বাতিলের হুমকি দিয়েছে। ভারতের সঙ্গে সীমান্তের প্রধান প্রবেশপথটি বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এমন আবহে নিয়ন্ত্রণরেখায় দুই দেশের সেনাদের মধ্যে কয়েকবার গোলাগুলির ঘটনাও ঘটেছে।

এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।