ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি লঙ্ঘনে এক অপরকে দুষছে ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৬, মে ১১, ২০২৫
যুদ্ধবিরতি লঙ্ঘনে এক অপরকে দুষছে ভারত-পাকিস্তান ছবি সংগৃহীত

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই একে অপরের বিরুদ্ধে সেই সমঝতা লংঘনের অভিযোগ আনছে ভারত ও পাকিস্তান।  

দুই দেশ সীমান্তবর্তী কয়েক দিনের সামরিক সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

 

এ ঘটনার পর ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেন, আমরা যে সমঝোতায় পৌঁছেছিলাম, তা বারবার লঙ্ঘন করা হয়েছে।

অল্প সময় পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা যুদ্ধবিরতির প্রতি আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে... যদিও কিছু অঞ্চলে ভারত তা লঙ্ঘন করছে।

গত চার দিনে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ ছিল সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সবচেয়ে তীব্র সামরিক সংঘাত।


 গত মাসে কাশ্মীরের পহেলগাঁওয়ে একটি প্রাণঘাতী জঙ্গি হামলার জবাবে ভারত পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরে লক্ষ্যবস্তুতে হামলা চালালে এই সংঘাত শুরু হয়।  

পাকিস্তান পহেলগাঁও হামলায় তাদের কোনো সম্পৃক্ততা অস্বীকার করে।

চার দিনের সীমান্ত পাল্টাপাল্টি হামলার পর, ভারত ও পাকিস্তান একটি সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সকালে তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই ঘোষণা দেন।  

তিনি জানান, যুক্তরাষ্ট্র এই চুক্তির মধ্যস্থতা করেছে।

পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও এই চুক্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, তিন ডজনের বেশি দেশ এই কূটনৈতিক প্রচেষ্টায় অংশ নিয়েছিল।

তবে এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধান শহর শ্রীনগর ও জম্মুর বাসিন্দারা এবং বিবিসি সাংবাদিকরাও বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে আলোর ঝলকানি দেখেছেন।

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।