ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটিশ কিশোর-কিশোরীরাই ধনী দেশগুলোর মধ্যে সবচেয়ে অসুখী: ইউনিসেফ

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, মে ১৪, ২০২৫
ব্রিটিশ কিশোর-কিশোরীরাই ধনী দেশগুলোর মধ্যে সবচেয়ে অসুখী: ইউনিসেফ ফাইল ছবি

বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় নাম থাকলেও, শিশু ও কিশোরদের সুখ-স্বাচ্ছন্দ্যে অনেক পিছিয়ে পড়েছে যুক্তরাজ্য। ইউনিসেফের সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে ব্রিটিশ কিশোরদের মানসিক, শারীরিক এবং শিক্ষাগত অবস্থার এক করুণ চিত্র।

দেশটিতে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়ে ১৫ বছর বয়সী কিশোরদের মধ্যে জীবনের প্রতি সন্তুষ্টির হার কমে দাঁড়িয়েছে মাত্র ৬২ শতাংশ। ২০১৮ সালে যা ছিল ৬৪ শতাংশ। এই হার ধনী দেশগুলোর মধ্যে সবচেয়ে নিচের দিকে— শুধু তুরস্কের অবস্থান আরও খারাপ।

বিশেষজ্ঞরা বলছেন, মেয়েরা ছেলেদের তুলনায় অনেক বেশি মানসিক চাপে ভুগছে। ইউনিসেফের মতে, মানসিক সুস্থতার দিক থেকে ব্রিটিশ কিশোরীদের অবস্থা ইউরোপে সবচেয়ে খারাপ।

ইউনিসেফের ৩৬টি ধনী দেশের তালিকায় ব্রিটেনের অবস্থান ২১তম। ফ্রান্স, স্পেন, পর্তুগাল তো বটেই, এমনকি রোমানিয়া, হাঙ্গেরি, লিথুয়ানিয়াও রয়েছে যুক্তরাজ্যের চেয়ে এগিয়ে।

১৫-১৯ বছর বয়সীদের আত্মহত্যার হার ২০১৮ সালে প্রতি লাখে ৪ জন থাকলেও ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৫.১২ জনে। এ বয়সী কিশোরদের ২৭ শতাংশ নিয়মিত হয়রানির শিকার হচ্ছে, যা মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলছে।

ব্রিটেনে এখন ৩০ শতাংশের বেশি শিশু ওজনাধিক্য বা স্থূলতায় ভুগছে— যা ধনী দেশগুলোর গড় স্থূলতা ২৮ শতাংশের চেয়ে বেশি। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, ২-৫ বছর বয়সী শিশুরা ৬১ শতাংশ ক্যালরি পাচ্ছে আল্ট্রা-প্রসেসড খাবার থেকে, যা যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি। শিক্ষাগত পারফরম্যান্সে ব্রিটেন রয়েছে ১৫তম, আর সামাজিক দক্ষতায় ২২তম অবস্থানে।

ইংল্যান্ডের ১১ বছর বয়সী মেয়েদের মধ্যে প্রায় ৬৫ শতাংশই নিয়মিত নানা শারীরিক সমস্যায় ভুগছে। ১৫ বছর বয়সে এই হার বেড়ে দাঁড়ায় ৭৭ শতাংশে, যা ইউরোপে উচ্চতম হারের একটি।

ইউনিসেফ ইউকে-র প্রধান ড. ফিলিপ গুডউইন বলেন, এই প্রতিবেদন আমাদের চোখ খুলে দেওয়ার মতো। ব্রিটিশ শিশুরা যে কতটা চাপে রয়েছে, তা নিয়ে এখনই বড় ধরনের পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ আরও ভয়াবহ হতে পারে।  

ইউনিসেফ বলছে, কোভিড-১৯, জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তির নেতিবাচক প্রভাব মিলে শিশুদের সামনে এক ‘পলিক্রাইসিস’ বা বহুমাত্রিক সংকট সৃষ্টি করেছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মানসিক স্বাস্থ্যসেবায় ৬৮০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হচ্ছে, প্রতিটি স্কুলে স্বাস্থ্য সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, শিশুখাদ্যে পুষ্টিগুণ বাড়ানো, দারিদ্র্য হ্রাস এবং শিক্ষার মানোন্নয়নে নতুন কৌশলও আসছে।

সূত্র: টেলিগ্রাফ

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ