ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে সংঘর্ষে ৫০ তালেবান নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আফগানিস্তানে সংঘর্ষে ৫০ তালেবান নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানের হেলমন্দ প্রদেশের সানগিন শহরে সরকারি বাহিনীর সঙ্গে রাতভর সংঘর্ষে অন্তত ৫০ জন তালেবান সদস্য নিহত হয়েছেন।

এদের মধ্যে তালেবান নেতা মোল্লা আখতার মনসুরের অন্যতম সহযোগী মোল্লা নাসির রয়েছেন।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সূত্রটি আরো জানায়, এর আগে সোমবার সানগিন শহর দখলে নেন তালেবান সদস্যরা। পরে শহরটি পুনরায় দখলের নিতে কাউন্টার আক্রমণ চালায় সরকারি বাহিনী। পাশাপাশি মার্কিন বিমান হামলাও করা হয় সেখানে।

বাংলাদেশ সময়: ০৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এসআই 




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।